বেঙ্গালুরু: ভারতীয়রা তাঁদের কাজের জন্য সারা বিশ্বে সমাদৃত। যে দেশেই তাঁরা থাকুন, সেখানকার সমাজে তাঁদের অবদান অনস্বীকার্য। নিছক সংখ্যাগত দিক থেকে নয়, ভারতীয় বংশোদ্ভূতরা সব সময় ভারতীয় সংস্কৃতি, নীতি ও মূল্যবোধের শ্রেষ্ঠ গুণগুলি তুলে ধরেন। আজ বেঙ্গালুরুতে চতুর্দশ প্রবাসী ভারতীয় দিবস উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন।
মোদী বলেন, বিদেশে বসবাসকারী ভারতীয়রা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সহযোগী। তাঁর সরকারের লক্ষ্য, দেশ থেকে যে সব মেধা বাইরে চলে গিয়েছেন বা ব্রেন ড্রেনকে ব্রেন গেইনে পর্যবসিত করা। প্রবাসী ভারতীয়রা প্রতি বছর দেশের উন্নয়নে প্রায় ৬৯ বিলিয়ন ডলার সহায়তা করেন বলেও জানান তিনি।
এ বছর প্রবাসী ভারতীয় দিবসের মুখ্য অতিথি হলেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা। তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বাক্ষর করা পর্তুগাল জাতীয় দলের জার্সি। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট মাইকেল অশ্বিন অধীন, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী বিজয় গোয়েল, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ প্রমুখ।
কালো টাকার বিরুদ্ধে সরকারি পদক্ষেপ সমর্থন করার জন্য প্রবাসী ভারতীয়দের মুক্ত কণ্ঠে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, কালো টাকা ও দুর্নীতি দীর্ঘদিন ধরে দেশের সিস্টেমে ভেতর থেকে মরচে ধরিয়ে দিয়েছে। তাই এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া জরুরি ছিল ও তাই নেওয়া হয়েছে। কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকারের লড়াইকে প্রবাসী ভারতীয়রা সমর্থন করেছেন বলে জানিয়ে তাঁদের ধন্যবাদ জানান তিনি। তাঁর কথায়, প্রবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের আচার আচরণ অন্য দেশের অভিবাসীরা রোল মডেল করতে পারেন।
যে সব যুবক যুবতী বিদেশে গিয়ে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য দক্ষতাবৃদ্ধি সংক্রান্ত প্রকল্প- প্রবাসী কৌশল বিকাশ যোজনার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিদেশে গিয়ে রুটিরুজি উপার্জনে ইচ্ছুকরা যাতে সবরকম সুযোগ সুবিধে পান, সে জন্য সবরকম চেষ্টা করবে তাঁর সরকার।
যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিদেশের মাটিতে সমস্যায় পড়া ভারতীয়দের পাশে এসে দাঁড়িয়েছেন, তারও প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, আপনার পাসপোর্টে যে কোনও রং থাকতে পারে। কিন্তু আপনি যদি ভারতীয় হন, ভারত সব সময় আপনার পাশে আছে। পাসপোর্টের রং নয়, রক্তের সম্পর্কই সে ক্ষেত্রে একমাত্র বিবেচ্য।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ব্রেন ড্রেন নয়, চাই ব্রেন গেইন: প্রবাসী ভারতীয় দিবসে প্রধানমন্ত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
08 Jan 2017 12:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -