আমদাবাদ: বিশ্বহিন্দু পরিষদ ছাড়ার পর অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করলেও, বৃহস্পতিবার সেই অনশন ভঙ্গ করলেন প্রবীণ তোগাড়িয়া। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন। অখিলেশ্বর দাস মহারাজ সহ ধর্মীয় নেতারাও তোগাড়িয়াকে অনশন ভঙ্গ করার অনুরোধ জানাচ্ছিলেন। তাঁরাই ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করান।
গত সপ্তাহে বিশ্বহিন্দু পরিষদের সভাপতি নির্বাচনে তাঁর ঘনিষ্ঠ রাঘব রেড্ডি হেরে যাওয়ার পরেই এই সংগঠন ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তোগাড়িয়া। তিনি জানান, অযোধ্যায় রাম মন্দির তৈরি, অবৈধ বাংলাদেশীদের ফেরত পাঠানো, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন, সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে অনশন শুরু করবেন।
এদিন অনশন ভঙ্গ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে তোগাড়িয়া বলেছেন, ‘মানুষ এখন প্রশ্ন করছেন, কাকে ভোট দেব? কারণ, ২০১৪ সালে যাঁরা ক্ষমতায় আসেন, তাঁরা পূর্বসূরিদের মতোই খারাপ। তাঁরা প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আমি ২০১৯ সালে হিন্দুত্বের রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করব। কাল থেকে সারা দেশে যাত্রা শুরু করব। ১০০ কোটি হিন্দুর হয়ে সোচ্চার হব। আমি কৃষক, শ্রমিক ও যুবকদের কথাও বলব। আমি নিশ্চিত, হিন্দুরা, বিজেপি, আরএসএস ও ভিএইচপি কর্মীরা এখনও আমার সঙ্গে আছেন। নরেন্দ্র ভাই, প্রতিশ্রুতি কেন পূরণ করেননি, তার জবাব দিতে হবে আপনাকে। আপনি যদি জবাব না দেন, তাহলে ২০১৯-এ কৃষক ও যুবক সহ ১০০ কোটি হিন্দু আপনার কাছ থেকে জবাব চাইবেন। সারা বিশ্ব না ঘুরে দেশের মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করুন।’
অনশন ভঙ্গ করে মোদীকে তোপ, হিন্দুত্বের রাজনীতি পুনরুজ্জীবিত করার ডাক তোগাড়িয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
19 Apr 2018 10:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -