নয়াদিল্লি: বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি প্রবীণ তোগাড়িয়ার নয়া সংগঠন ‘হিন্দু হি আগে’-র রোষে বলিউড তারকা সলমন খান। তাঁর বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে বিক্ষোভ দেখানো হয়েছে। সলমনের ছবির পোস্টারও পোড়ানো হয়। শুধু তা-ই নয়, এই অভিনেতাকে প্রকাশ্যে মারধর করলে দু’লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
‘হিন্দু হি আগে’-র আগরা শাখার প্রধান গোবিন্দ পরাশর বলেছেন, ‘সলমন প্রযোজিত একটি ছবির নাম লাভরাত্রি। হিন্দুদের উৎসব নবরাত্রিকে বিকৃত করা হয়েছে। এতে লক্ষ লক্ষ হিন্দুর ভাবাবেগে আঘাত লেগেছে। আমরা সলমনের এই উদ্দেশ্যের নিন্দা করছি এবং এই ছবিটি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। সেন্সর বোর্ডের ছবিটি প্রদর্শনের অনুমতি দেওয়া উচিত নয়। যদি ছবিটি দেখানোর অনুমতি দেওয়া হয়, তাহলে আমরা দাঁত-নখ বার করে এর বিরোধিতা করব। যে প্রেক্ষাগৃহে ছবিটি দেখানো হবে, সেটি আমরা পুড়িয়ে দেব। আমরা হিন্দু ভাবাবেগে আঘাত সহ্য করব না। হিন্দু হি আগে-র আগরা শহরের প্রধান হিসেবে আমি ঘোষণা করছি, যে কোনও ব্যক্তি প্রকাশ্যে সলমন খানকে মারধর করলে তাঁকে দু’লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।’
এ বছরের অক্টোবরে ‘লাভরাত্রি’ মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে অভিনয় করছেন সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা।
হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, সলমনকে মারধর করলে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা প্রবীণ তোগাড়িয়ার ঘনিষ্ঠর
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2018 09:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -