গুয়াহাটি: দেশের বিভিন্ন অংশে যখন খরা পরিস্থিতি ক্রমশঃ অবনতির দিকে যাচ্ছে, ঠিক তখনই অকাল বর্ষণে ভাসছে অসমের চারটি জেলা। ক্ষতিগ্রস্ত প্রায় হাজার হেক্টর কৃষিজমির ফসল। সরকারি হিসেবেই অন্তত ৪২,৬৫৮ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। গত এক সপ্তাহ ধরে লখিমপুর, জোড়হাট, শিবসাগর ও চড়াইদেও জেলায় একটানা বৃষ্টি হচ্ছে। বুঢ়াদীহিং ও দেসাং নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি চড়াইদেও জেলায়। সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা উদ্ধারকার্য চালাচ্ছেন। অসমের মুখ্যসচিব ভি কে পিপারসেনিয়া বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। তিনি প্রয়োজনীয় সব ওষুধ মজুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরকে। প্রবল বর্ষণে বরাক উপত্যকার পাঁচগ্রাম অঞ্চলে ৫৩ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের জলসম্পদ দফতর, পূর্ত দফতরের জাতীয় সড়ক বিভাগ এবং জাতীয় সড়ক পর্ষদ যৌথভাবে সড়ক মেরামতের কাজ শুরু করেছে। তবে আশার কথা, গুয়াহাটির আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে।