নয়াদিল্লি, ঢাকা ও মুম্বই: মুম্বইয়ের বিতর্কিত ইসলামি প্রচারক ড. জাকির নায়েকের বক্তৃতা খতিয়ে দেখতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশের আর্জির বিষয়টি বিবেচনা করে সরকার উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। বাংলাদেশের ঢাকায় গুলশনে নারকীয় হামলায় জড়িত দুজন জঙ্গি মৌলবী জাকিরের দ্বারা প্রভাবিত হয়েছিল বলে জানা গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাকির নায়েকের ভাষণ পর্যালোচনার জন্য ভারতকে আর্জি জানায়। বেঙ্কাইয়া বলেছেন, জাকির নায়েকের বক্তৃতা ‘খুবই আপত্তিকর’। স্বরাষ্ট্রমন্ত্রক জাকিরের বক্তৃতা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, সংবাদমাধ্যমে জাকির নায়েকের যে বক্তৃতা প্রকাশিত হয়েছে তা ‘খুবই আপত্তিকর’।
উল্লেখ্য, এর আগেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন।
এদিকে, মুম্বইয়ে জাকির নায়েক পরিচালিত অফিসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। মুম্বই পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, শহরের দক্ষিণে ডোংরি এলাকায় জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অফিসের সামনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে কোনও নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে নয়, কোনওরকম অবাঞ্ছিত ঘটনা এড়াতেই এই ব্যবস্থা মুম্বই পুলিশ নিয়েছে।
ঢাকার গুলশনে জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যুর ঘটনার পর বাংলাদেশের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় জড়িত এক আওয়ামি লিগ নেতার ছেলে রোহন ইমতিয়াজ জাকির নায়েকের উদ্ধৃতি ব্যবহার করে গত বছর ফেসবুকে প্রচার চালিয়েছিল। পিস টিভি প্রচারিত একটি বক্তৃতায় জাকির নায়েক ‘সমস্ত মুসলিমকে সন্ত্রাসবাদী হতে আর্জি’ জানিয়েছিলেন বলে খবর।
এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে জাকির নায়েকের বক্তৃতা খতিয়ে দেখার আর্জি জানায়। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের বিভিন্ন মৌলানার কাছ থেকে ইতিমধ্যেই অভিযোগ এসেছে যে, জাকির নায়েকের বক্তৃতা কোরানের শিক্ষা ও হাদিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর বক্তৃতা জঙ্গিদের কতটা অনুপ্রাণিত করেছে তা খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইনু আরও বলেন, জাকির নায়েকের বক্তৃতার বিষয়বস্তু খতিয়ে দেখতে ভারত সরকারকেও অনুরোধ করা হয়েছে।
জাকির নায়েকের বক্তব্য ‘খুবই আপত্তিকর’, ব্যবস্থা নেবে স্বরাষ্ট্রমন্ত্রক, জানালেন বেঙ্কাইয়া
ABP Ananda, web desk
Updated at:
07 Jul 2016 12:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -