আমদাবাদ: ফের দলিতদের নিগ্রহের ঘটনা গুজরাতে। গরুর মৃতদেহ সরাতে অস্বীকার করায় পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা ও তাঁর স্বামীকে উচ্চবর্ণের লোকজন মারধর করেছে বলে অভিযোগ। বনসকান্থা জেলার কারজা গ্রামে গত শুক্রবার এই ঘটনা ঘটেছে।
আক্রান্ত সঙ্গীতা রানাওয়াসিয়া (২৫) ও তাঁর স্বামী নীলেশ রানাওয়াসিয়া (২৭)-কে পরে পালানপুর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিন দলিত মহিলা সহ মোট ছয়জন জখম হয়েছেন। এই ঘটনায় দরবার সম্প্রদায়ের ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তপশিলী জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।ওই ছয় অভিযুক্তই কারজা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, এক অভিযুক্ত বটভরনিশ চৌহান নীলেশ ও সঙ্গীতাকে তাঁর জমি থেকে একটি মরা গরু সরাতে বলেন। ওই দলিত দম্পতি তখন তাঁকে জানান যে, এই কাজ তাঁরা বন্ধ করে দিয়েছেন। এই উত্তর সহ্য করতে পারেননি বটভরনিশ। তিনি সাঙ্গোপাঙ্গোদের নিয়ে চড়াও হন ওই দম্পতি ও অন্যান্য দলিতদের ওপর।
পুলিশকে নীলেশ জানিয়েছেন, তাঁদের ওপর ১০ জন হামলা চালায়।
নীলেশ জানিয়েছেন, তাঁর স্ত্রীর তলপেটে আঘাত লেগেছে। হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। নীলেশের আঘাত কম থাকায় তাঁকে প্রাথমিক চিকিত্সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনার পর কারজা গ্রামে পুলিশ টহলদারি বাড়িয়েছে। আক্রান্ত ও তাঁদের প্রতিবেশীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত জুলাইতে মৃত পশুর দেহ সরাতে এসে উনায় গোরক্ষকদের হাতে আক্রান্ত হয়েছিলেন চার দলিত যুবক। এরপর রাজ্যের দলিত সম্প্রদায়ের লোকজন মৃত পশু সরাতে অস্বীকার করে। কিন্তু এ জন্য বেশ কয়েকটি জায়গায় দলিতদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে।
গরুর মৃতদেহ সরাতে অস্বীকার করায় অন্তঃস্বত্ত্বা দলিত মহিলাকে মারধর
ABP Ananda, web desk
Updated at:
25 Sep 2016 07:24 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -