জোধপুর: অন্য জাতে বিয়ে করার অপরাধ। অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর স্বামীকে বেধড়ক মারল মহিলার পরিবারের চার সদস্য। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জোধপুর জেলায় শুক্রবার সকালে। জোধপুরের বিলারা শহরে থাকেন সুমিত্রা নামের আক্রান্ত মহিলা। সুমিত্রার মা, বোন এবং দুই ভাই সুমিত্রার ওপর মারাত্মক চোটেছিলেন, কারণ, তিনি অন্য জাতে বিয়ে করেছেন। সেই রাগ থেকে সুমিত্রার বাড়ির লোক মেয়ে অন্তঃসত্ত্বা জেনেও তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারে। রেহাই পায়নি মহিলার স্বামীও। যতক্ষণ না তাঁরা জ্ঞান হারিয়েছেন, ততক্ষণ চলেছে মার।
মহিলা এবং তাঁর স্বামীকে উদ্ধারে এগিয়ে আসেননি কেউ। অবশেষে ঘটনাস্থলে পুলিশ এসে আক্রান্ত দম্পতিকে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় গুরুতর জখম মহিলার স্বামীর দু-তিনটি ফ্র্যাকচার হয়েছে।
চার বছর আগে ভালবেসে প্রকাশকে বিয়ে করেন সুমিত্রা। বিয়ের পর মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেয় পরিবার। শুক্রবার সকালে আচমকা সুমিত্রা এবং তাঁর স্বামীকে দেখতে পায় মহিলার পরিবারের সদস্যরা। তখনই তাঁদের ঘিরে ধরে মারতে শুরু করে মেয়ের বাপের বাড়ির লোক। আক্রান্তের বয়ানের ভিত্তিতে ছজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, গ্রেফতার মহিলার পরিবারের চার সদস্য। এই ঘটনায় অন্য দুজন অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
অন্য জাতে বিয়ে, অন্তঃসত্ত্বা মেয়ে ও জামাইকে বেধড়ক মার পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2018 03:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -