ট্রেনে সহযাত্রীর ধূমপানে আপত্তি, গর্ভবতী মহিলাকে গলা টিপে খুন, গ্রেফতার
Web Desk, ABP Ananda | 10 Nov 2018 04:58 PM (IST)
শাহজাহানপুর (উত্তরপ্রদেশ): সহযাত্রীকে ধূমপান বন্ধ করতে বলায় প্রাণ গেল গর্ভবতী মহিলার! শুক্রবার রাতে ছিনাত দেবী নামে ৪৫ বছর বয়সি মহিলা পঞ্জাব-বিহার জালিয়ানওয়ালা এক্সপ্রেসে চেপে পরিবারের সঙ্গে যাচ্ছিলেন সাধারণ যাত্রী কামরায়। শাহজাহানপুরের জিআরপি পুলিশের স্টেশন ইনচার্জ এ কে পান্ডে জানান, ছিনাত সহযাত্রী সোনু যাদবের ধূমপানে আপত্তি করেন। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এক সময় উত্তেজিত সোনু ছিনাতকে আক্রমণ করেন, তাঁর গলা টিপে ধরেন। শাহজাহানপুরে ট্রেন থামিয়ে অসুস্থ ছিনাতকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তাররা তাঁকে মৃত বলে জানান। ছিনাত ও তাঁর বাড়ির লোকজন ছটপূজোয় অংশ নেওয়ার জন্য বিহার যাচ্ছিলেন বলে জানান পান্ডে। অভিযুক্ত সোনুকে গ্রেফতার করা হয়েছে। ছিনাতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।