সাহারানপুর: অন্তঃস্বত্ত্বা মহিলাকে মাঝরাতে হাসপাতাল ছেড়ে চলে যেতে বলল হাসপাতাল কর্মীরা। প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মহিলা শেষপর্যন্ত ই-রিক্সায় জন্ম দিলেন সন্তানের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে।
মুনাওয়ার নামে ওই মহিলা প্রসব যন্ত্রণা নিয়েই হাসপাতালে ভর্তি হন। তাঁকে গত ১৪ অগাস্ট রাতে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে পরীক্ষা না করেই তাঁকে হাসপাতাল ছেড়ে চলে যেতে বলে সেখানকার কর্মীরা, জানিয়েছেন সাহারানপুর জেলার এসপি।
হাসপাতালের তরফে এধরনের আচরণে মারাত্মক রেগে গিয়েছেন মুনাওয়ারের পরিবার। মুনাওয়ারের স্বামী হাসপাতালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সাহারানপুরের এসপি।
অন্তঃস্বত্ত্বা মহিলাকে নিল না হাসপাতাল, ই-রিক্সায় জন্ম সন্তানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2017 12:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -