কাটনি: সময়ে আসেনি অ্যাম্বুলেন্স। তাই মধ্যপ্রদেশের কাটনি জেলায় এক পূর্ণগর্ভা নারী হাসপাতালে পৌঁছনোর জন্য ২০ কিলোমিটার হাঁটতে বাধ্য হলেন।
পথেই জন্মায় তাঁর কন্যা, মারাও যায় পথেই।
বারমানি গ্রামের ওই মহিলার নাম বীণা। গর্ভযন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। কিন্তু তা এসে না পৌঁছনোয় স্বামীর সঙ্গে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যেখানে স্বাস্থ্যকেন্দ্র, সেই বারহি শহরে পৌঁছেও যান। তখন রাস্তার ওপরেই পুলিশ স্টেশনের কাছে জন্ম নেয় তাঁর মেয়ে। কিন্তু মাটিতে পড়ে গিয়ে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়।
যদিও স্থানীয় সিএমওএইচের দাবি, বাচ্চাটি বাঁচত না এমনিতেই, ৭ মাসের প্রিম্যাচিওর শিশু ছিল সে।
একইসঙ্গে তাঁদের বক্তব্য, ওই স্বাস্থ্যকেন্দ্রে কোনও অ্যাম্বুলেন্স না থাকায় তাঁরা তা পাঠাতে পারেননি।
এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশে ২০ কিলোমিটার হাঁটলেন অন্তঃসত্ত্বা, পথেই জন্ম শিশুর, মৃত্যুও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2017 12:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -