নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে তিন তালাকের অবসান চেয়ে চিঠি তিন মাসের গর্ভবতী মুসলিম মহিলার। শাগুফতা নামে দুই মেয়ের মা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, তিনি আবার কন্যাসন্তানের জন্ম দিতে পারেন, এমন আশঙ্কা প্রকাশ করে গর্ভপাত করাতে চাপ দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন। তিনি রাজি না হওয়ায় তাঁকে পরিত্যাগ করেছে স্বামী। মৌখিক ভাবে তাঁকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে সে।
শাগুফতা চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। তার ভিত্তিতে আজ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি সাহারানপুরের নানাউতা এলাকার, গত ২৪ মার্চের।
মোদীকে চিঠিতে শাগুফতা তাঁর ওপর ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতনের কথা বলেছেন। শাগুফতার দাবি, ৫ বছর আগে বুড়াখেড়া গ্রামের বাসিন্দা সামসাদের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। পরপর দুটি মেয়ে হওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা তাঁর ওপর অত্যাচার করত। পেটের ভ্রুণ হত্যা করতে সামসাদ তাঁর পেটে লাথি মারে। শেষ পর্যন্ত তাঁকে তালাক দেয়। ফলে তাঁর ঠাঁই হয়েছে রাস্তায়।
প্রধানমন্ত্রী তাই তিল তালাক প্রথার অবসান করুন, আর্জি জানিয়েছেন শাগুফতা। তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সামসাদ ও তাঁর ভগ্নীপতিদের বিরুদ্ধে ভ্রুণহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।