নয়াদিল্লি: আগামী বছরের লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই করার জন্য মহারাষ্ট্রের দলীয় কর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, গতকাল মুম্বইয়ে দলের প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অমিত। তখনই তিনি বলেন, শিবসেনার সঙ্গে জোট হবে না। ২০১৯-এর লোকসভা এবং বিধানসভা নির্বাচনে একা লড়াই করবে বিজেপি।


এই বৈঠকে হাজির থাকা এক মন্ত্রী জানিয়েছেন, ‘এখন শিবসেনা ও দু’টি ছোট দলের সঙ্গে বিজেপি-র জোট আছে। তবে জাতীয় সভাপতি স্পষ্ট বলেছেন, রাজ্যের সব লোকসভা ও বিধানসভা নির্বাচনে একা লড়াই করার কৌশল নিতে হবে। অমিত শাহের এই বার্তার পর আমাদের সেভাবেই তৈরি হতে হবে।’

শিবসেনা বেশ কিছুদিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে প্রকাশ্যেই নানা মন্তব্য করছে। দলীয় মুখপত্র ‘সামনা’-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করা হয়েছে। শুক্রবার লোকসভায় অনাস্থা প্রস্তাবে ভোট দেয়নি শিবসেনা। দলীয় নেতা সঞ্জয় রাউত লোকসভায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ভাষণের প্রশংসা করেছেন। এরপরেই শিবসেনার সঙ্গে জোটের বদলে এককভাবে লড়াইয়ের বার্তা দিলেন বিজেপি সভাপতি।