নয়াদিল্লি: পাকিস্তান ও চিনের বিরুদ্ধে একসঙ্গে লড়াই বাঁধলে তার জন্য প্রস্তুত ভারত। তবে, বেজিংয়ের সঙ্গে সংঘাতের পরিবর্তে সহযোগিতাই কাম্য। এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।


সম্প্রতি, সবচেয়ে দূরপাল্লার ভূমি থেকে ভূমি আন্তঃমহাদেশীয় পরমাণু অস্ত্রবহণে সক্ষম ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। ৫ হাজার কিলোমিটার পাল্লা হওয়ায় প্রায় গোটা চিন এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে চলে এসেছে।


‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরই সংশয় প্রকাশ করেছে চিন। এদিন সেই প্রেক্ষিতে নতুন সেনাপ্রধান জানান, সেনাকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে করে তারা দুদিকেই একসঙ্গে লড়াই চালাতে পারে। তিনি বলেন, আমাদের যা নির্দেশ দেওয়া হবে, আমরা তাই পালন করব।


চিন সীমান্ত প্রসঙ্গে রাওয়াত বলেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর প্রতিবেশীর (চিন) সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে সেনা। সেনাপ্রধান যোগ করেন, জায়গা দখল থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত হলেও, সহযোগিতারও অনেক জায়গা রয়েছে।


রাওয়াতের মতে, সংঘাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সহযোগিতার দিকগুলিকে আরও জোর দেওয়া। যদিও, রাওয়াতের এদিনের কথার সঙ্গে বিদায়ী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহার কথার মিল নেই। কারণ, সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে স্বীকার করেছিলেন, দুদিকে একসঙ্গে যুদ্ধ করার মত ক্ষমতা বর্তমানে ভারতের নেই।