জম্মু: সীমান্তে গুলি বিনিময় গত ২৪-ঘণ্টায় সাময়িক বন্ধ হলেও, যে কোনও সময় তা ফের বাড়তে পারে বলে জওয়ানদের সতর্ক থাকতে বলেছে বিএসএফ।
এদিন জম্মুতে বিএসএফ-এর পশ্চিমাঞ্চল কম্যান্ডের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অরুণ কুমার বলেন, আমি নিশ্চিত পাকিস্তান-লাগোয়া আন্তর্জাতিক সীমান্তে গত ২৪-ঘণ্টায় গুলি-বিনিময় কম হলেও, যে কোনও সময় তা বৃদ্ধি পেতে পারে।
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্তের ওপারে সামরিক শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। তেমন (হামলা) হলে, ভারতীয় ফৌজ যে পুরোপুরি প্রস্তুত, তা মনে করিয়ে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে অরুণ বলেছেন, ওরা যদি কোনও কিছু করার চেষ্টা করে, তাহলে প্রত্যুত্তর পেয়ে যাবে। আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত।
শুক্রবার, আন্তর্জাতিক সীমান্তের কাছে কাঠুয়া সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে জঙ্গিরা। রুখে দাঁড়ায় বিএসএফ জওয়ানরা। গুলি বিনিময়ের সময় পাক স্নাইপারের গুলির শিকার হন বিএসএফ জওয়ান গুরনাম।
তা সত্ত্বেও, অনুপ্রবেশকারীদের ছক বানচাল করে বাহিনী। বিএসএফ জানিয়েছে, বাহিনীর পাল্টা গুলিতে সাত পাক রেঞ্জার্সের মৃত্যু হয়েছে। খতম হয়েছে এক জঙ্গিও।
অরুণ কুমার জানান, উরি হামলার পর থেকে নিয়ন্ত্রণরেখা দিয়ে বহুবার এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। বহুবার সেখানে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গুলি চালিয়েছে। কিন্তু, এই প্রথমবার আন্তর্জাতিক সীমান্তে এমন ঘটনা ঘটাল পাকিস্তান।
অরুণ কুমার জানান, নজরদারি যন্ত্রের মাধ্যমে পরিষ্কার বোঝা গিয়েছে, কেমনভাবে জঙ্গিদের ঢোকানোর জন্য তাদের ‘কভারিং ফায়ার’ দিচ্ছিল পাক সেনা। যদিও, বিএসএফ উল্টে ক্ষতি হয়েছে তাদের।
আন্তর্জাতিক সীমান্তে যে কোনও হামলার মোকাবিলা করতে বাহিনী প্রস্তুত: বিএসএফ
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2016 05:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -