বনিয়ের (জম্মু ও কাশ্মীর): উরির সন্ত্রাসবাদী হামলার যোগ্য জবাব দিয়েছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে গিয়ে সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী। তাদের সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা আঘাত কি আসবে সীমান্তের ওপার থেকে? এমন জল্পনার মধ্যেই ভারতীয় সেনাবাহিনী জানিয়ে দিল, পাক সেনা বা জঙ্গিদের যে কোনও হঠকারিতার মোকাবিলায় তৈরি তারা। শ্রীনগরের ১৫ কোরের জেনারেল কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া সাংবাদিকদের আজ বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর আমরা একেবারে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি নিয়ে রেখেছি। জঙ্গি বা পাক সেনা, সীমান্তের ওপার থেকে যে-ই কোনও হঠকারিতার চেষ্টা করুক, তার মোকাবিলায় তৈরি ভারতীয় সেনা।
নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলে জানালেও সেনাবাহিনী অধিকাংশ প্রয়াসই ব্যর্থ করে দিয়েছে, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষের ঘটনাবলী থেকেই তা স্পষ্ট বলে দাবি করেন তিনি। বলেন, মানছি যে, কিছু অনুপ্রবেশ ঘটেছে, তবে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ ঘটছে, নিহত জঙ্গিদের সংখ্যা থেকেই প্রমাণ, সেনা কতটা তৈরি।
গত মাসের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কিছু বলতে চাননি তিনি। দুয়ার বক্তব্য, যা বলার ইতিমধ্যেই সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব বলে দিয়েছেন। আমার কোনও আলাদা মত নেই।
দুয়াকে প্রশ্ন করা হয়, সেনার সঙ্গে কি কাশ্মীরী যুবসমাজের দূরত্ব, আস্থার ঘাটতি রয়েছে। তিনি জানিয়ে দেন, কিছু বিপথগামী ছেলে প্রতিবাদ-বিক্ষোভে যোগ দেয় ঠিকই, কিন্তু অধিকাংশ সশস্ত্র বাহিনীর পাশেই।
সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা সীমান্তের ওপার থেকে যে কোনও হঠকারিতার মোকাবিলায় তৈরি, জানিয়ে দিলেন সেনা-কর্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2016 04:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -