নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই মুখ খুললেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘ঐকমত্য গণতন্ত্রের প্রাণ সঞ্জীবনী। বিরোধিতা-বিতর্ক-আলোচনাতেই সমৃদ্ধ হয় গণতন্ত্র। রাজপথে নামা তরুণদের মতামতও গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়ে চলাই ভারতীয় সংস্কৃতির অঙ্গ। শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রকে আরও মজবুত করবে।’ রাজনৈতিক মহলের বক্তব্য, নাম না করে মোদি সরকারকে গণতন্ত্রের পাঠ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি এই প্রথম এই ইস্যুতে মুখ খুললেন। এদিন প্রণব আরও বলেন, ‘গত কয়েকমাস ধরেই বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে তরুণরা সোচ্চার। বিভিন্ন ইস্যুতে তাঁদের মতামত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের প্রতি তাঁদের বিশ্বাস হৃদয় ছুঁয়ে যায়। আমার বিশ্বাস, বর্তমানে দেশজুড়ে যে শান্তিপূর্ণ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে, সেটি গণতন্ত্রের শিকড় মজবুত করবে।’ এদিন একবারও নাগরিকত্ব সংশোধনী আইনের কথা উল্লেখ করেননি প্রণব। কিন্তু তিনি প্রতিবাদকে সমর্থন করে বুঝিয়ে দিয়েছেন, গণতন্ত্রের কন্ঠরোধের বিরোধী। নির্বাচন কমিশনের উদ্দেশে নিয়মে বদল এনে আদর্শ আচরণবিধি জারি হওয়ার পরেও উন্নয়নমূলক কাজকর্ম জারি রাখার অনুমতি দেওয়া, সংসদ ও বিধানসভায় মহিলা জনপ্রতিনিধির সংখ্যা বাড়ানো, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ১,০০০ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিরোধিতা-বিতর্ক-আলোচনাতেই সমৃদ্ধ হয় গণতন্ত্র, সিএএ-বিতর্কের মধ্যেই মন্তব্য প্রণবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jan 2020 10:51 PM (IST)
এদিন একবারও নাগরিকত্ব সংশোধনী আইনের কথা উল্লেখ করেননি প্রণব। কিন্তু তিনি প্রতিবাদকে সমর্থন করে বুঝিয়ে দিয়েছেন, গণতন্ত্রের কন্ঠরোধের বিরোধী।
ছবি সৌজন্যে ট্যুইটার