সেনাবাহিনীর 'অ-রাজনৈতিক' চরিত্র, মৌলিক মূল্যবোধ বজায় রাখার ডাক সেনাপ্রধানের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jan 2018 04:18 PM (IST)
নয়াদিল্লি: 'অ-রাজনৈতিক' চরিত্র সহ সেনাবাহিনীর মৌলিক মূল্যবোধগুলি বাঁচিয়ে রাখতে সেনাকর্মীদের বাড়তি উদ্যম নিতে বললেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
নতুন বছরের শুভেচ্ছাবার্তায় ২০১৭-য় সাহস, দৃঢ়তা, প্রতিজ্ঞার সঙ্গে বাইরের ও ভিতরের নানা চ্যালেঞ্জের সফল মোকাবিলা করায় বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানান সেনাপ্রধান। বলেন, দেশ-জাতির প্রতি দ্বিধাহীন আনুগত্য, অ-রাজনৈতিক অবস্থান আমাদের এমন এক অভিনবত্ব দিয়েছে যা অবশ্যই বজায় রাখতে হবে। সাংবিধানিক দায়দায়িত্ব, অর্পিত ভূমিকা পালনের লক্ষ্যে আনুগত্য, সততা, কর্তব্য, সম্মান, স্বার্থহীন সেবা, সাহসের মতো মৌলিক মূল্যবোধগুলি বজায় রাখতে বাড়তি উদ্যোগ নিয়ে কাজ করে যেতে হবে আমাদের।
ডোকলামে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর জওয়ানদের টানা ৭৩ দিনের সংঘাত, পাশাপাশি জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার জঙ্গি দমন অভিযান প্রসঙ্গেই তাঁর এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।
তিনি বলেছেন, সেনাবাহিনী সন্ত্রাসবাদ, উগ্রপন্থার মোকাবিলা, দেশের সীমান্ত রক্ষা সহ বছরভর একাধিক চ্যালেঞ্জ রুখে দিয়েছে সাফল্যের সঙ্গে। ঘটনাবহুল বছরটিতে ভিতর, বাইরের সব চ্যালেঞ্জ দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে সাফল্যের সঙ্গে এগিয়েছি আমরা। সীমান্ত রক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলায় সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা, দায়বদ্ধতার পরিচয় দিয়েছি।
বছরের শুরু থেকে সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে আক্রমণাত্মক সন্ত্রাস দমন নীতি প্রয়োগ করেছে, একইসঙ্গে নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাদের যুদ্ধবিরতি ভেঙে চালানো যাবতীয় হামলারও জবাব দিয়েছে ইটের বদলে পাটকেল মনোভাব দেখিয়ে।
সীমান্ত রক্ষার সময় চরম বলিদান দেওয়া জওয়ানদেরও শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান বলেন, আসুন আমরা সার্বিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাই যাতে এটা সুনিশ্চিত হয় যে, জাতীয় শক্তির ধারকবাহক সবচেয়ে ক্ষমতাবান, দায়বদ্ধ, প্রাসঙ্গিক বাহিনীগুলির একটি থাকব আমরা।
সেনা জওয়ানদের তিনি দেশের সেবায় নতুন করে শপথ নিতে, বাহিনীর ঐতিহ্য অনুসারে দায়িত্ব পালনের ডাক দেন। বলেন, রাষ্ট্রপুঞ্জের মিশনের হয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় অসাধারণ পেশাদারিত্ব দেখিয়ে সেনাবাহিনী ও দেশকে গর্বিত করেছেন রাষ্ট্রপুঞ্জের মিশনে কাজ করা ভারতীয় জওয়ানরা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -