নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা রদ ঘোষণা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গতকালই, লোকসভায় পাস হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল, ২০১৯। তার আগের দিন, অর্থাৎ সোমবার, রাজ্যসভায় পাস হয় প্রস্তাবটি। ফলে, সংসদের উভয় কক্ষে প্রস্তাব পাস হওয়ার পর, রাষ্ট্রপতি প্রস্তাবে সায় দেন। রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সংসদের সুপারিশে রাষ্ট্রপতি ঘোষণা করছেন যে, ২০১৯ সালের ৬ অগাস্ট থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা আর কার্যকর থাকবে না।
জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যকে ভেঙে ২টি পৃথক কেন্দ্র-শাসিত অঞ্চলে পরিণত করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। মঙ্গলবার সংসদের সম্মতি মেলে যখন লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রস্তাব গৃহীত হয়। তার আগের দিনই রাজ্যসভায় প্রস্তাবটি পাস হয়েছিল।
কাশ্মীর: ৩৭০ ধারা বিলোপে সম্মতি রাষ্ট্রপতির
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2019 12:21 PM (IST)
রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সংসদের সুপারিশে রাষ্ট্রপতি ঘোষণা করছেন যে, ২০১৯ সালের ৬ অগাস্ট থেকে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা আর কার্যকর থাকবে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -