মহিলাদের নিরাপত্তা না থাকা অমার্জনীয়, পরিতাপ রাষ্ট্রপতির
Web Desk, ABP Ananda | 08 Mar 2017 08:01 PM (IST)
নয়াদিল্লি: মহিলাদের উপর অত্যাচার বৃদ্ধি এবং তাঁদের নিরাপত্তার অভাব নিয়ে সরব হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ আন্তর্জাতিক মহিলা দিবসে নারীশক্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়া নিয়ে সরকার একইভাবে উদ্বিগ্ন। মহিলারা নিজেদের নিরাপদ মনে করছেন না। এটা অমার্জনীয় ঘটনা। আধুনিক ভারতে লিঙ্গ পক্ষপাতের কোনও জায়গা নেই। সবার উন্নতিই প্রধান লক্ষ্য।’ আজ বিভিন্ন ক্ষেত্রের ৩১ জন কৃতী মহিলাকে পুরস্কৃত করেন রাষ্ট্রপতি। তাঁদের মধ্যে তিন জন ইসরোর বিজ্ঞানী, কথাকলি নাচের একটি দল, শিল্পী ও লেখিকা অম্রূতা পাতিল, এশিয়ার প্রথম ডিজেল ট্রেন চালক মহিলা মুমতাজ কাজি, পাচারকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার পর অন্য ময়েদের পাচার হওয়া আটকানোর জন্য কাজ করে চলা আনোয়ারা খাতুন।