নয়াদিল্লি: দশেরা উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি সব নাগরিককে ২০২২ সালের মধ্যে দেশকে নতুন করে গড়ার ক্ষেত্রে অবদান রাখার আর্জি জানিয়েছেন।


দশেরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘২০২২ সালে দেশের স্বাধীনতার ৭৫-তম বর্ষপূর্তি। তার মধ্যে দেশের প্রতি ইতিবাচক অবদানের সঙ্কল্প নেওয়ার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। উৎসবের মাধ্যমে আমাদের শক্তি, আর্থ-সামাজিক মূল্যবোধ ও সমৃদ্ধ সাংস্কৃতি ঐতিহ্যের পরিচয় পাওয়া যায়। তাছাড়া উৎসবের সঙ্গে কৃষি, নদী, পাহাড়, প্রকৃতি জড়িয়ে আছে।’

এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী সহ বহু বিশিষ্ট ব্যক্তি। রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের পুত্তলিকা পোড়ানো হয়।