নয়াদিল্লি: নতুন ইংরাজি বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁরা ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি লিখেছেন, দেশবাসী ও সারা বিশ্বের মানুষের জীবনে নতুন বছরে সুখ-সমৃদ্ধি, শান্তি ও উল্লাসের সঞ্চার হোক। প্রধানমন্ত্রী নতুন বছরে সবার জন্য আনন্দ, উন্নতি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। রাহুল প্রত্যেককে নতুন বছরের শুভকামনা জানিয়েছেন।



গতকাল থেকেই সারা বিশ্বের মতো ভারতেও নববর্ষের আনন্দে মেতে উঠেছেন মানুষজন। নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রথম নববর্ষ পালিত হয়। এরপর একে একে অন্য দেশগুলিতেও নববর্ষ পালিত হয়।



কয়েকদিন আগেই মুম্বইয়ে একটি রেস্তোরাঁয় আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার কথা মাথায় রেখে দিল্লিতে হোটেল ও রেস্তোরাঁগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে পুলিশ। তবে তাতে মানুষের উচ্ছ্বাসে ঘাটতি দেখা যায়নি। রাত বারোটায় আতসবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শুভেচ্ছাবার্তা।



দিল্লির মতোই মুম্বই, অমৃতসর, পুরী সহ দেশের অন্যান্য শহরগুলিতেও মহাসমারোহে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।