নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার জন্য তিন সদস্যের কমিটি গড়ল বিজেপি। কমিটিতে আছেন রাজনাথ সিংহ, বেঙ্কাইয়া নাইডু ও অরুণ জেটলি। কমিটি গড়েছেন অমিত শাহ। কমিটির সদস্যরা রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী স্থির করার ব্যাপারে কেন্দ্রের শাসক জোট এনডিএ শরিকদের পাশাপাশি বিরোধী দলগুলির সঙ্গেও কথা বলবেন।
১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ২৮ জুন। মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে ১৪ জুন।
ভোটগণনা ২০ জুলাই।
লোকসভা, রাজ্যসভা, বিধানসভা সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এখনও পর্যন্ত শক্তির বিচারে পাল্লা ভারী এনডিএ-র দিকেই। তবে বিরোধীরা নিজেদের প্রার্থীর সমর্থনে কিছু আঞ্চলিক দলকে পাশে টেনে আনার প্রবল চেষ্টা করছে।
বিরোধীরা নিজেদের মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছে। বিজেপি-এনডিএ যদি কট্টর হিন্দুত্ববাদী কাউকে বেছে নেয়, তবে তারাও পাল্টা কাউকে দাঁড় করাবে। যদিও বিজেপির তরফে কাকে দাঁড় করানো হবে, তার কোনও ইঙ্গিত মেলেনি।
বিজেপি শিবিরের একাংশের স্পষ্ট মত, বিরোধীরা কাউকে প্রার্থী করলে আদর্শগত ভাবে তাদের কট্টর সমর্থক, এমন একজনকেই বাছাই করা হোক, কেননা সংখ্যার জোর আছে।
রাষ্ট্রপতি নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিজেপির কাছে যে, অমিত শাহ পূর্বনির্ধারিত অরুণাচল প্রদেশ সফর স্থগিত রেখেছেন। এমনকী ১৫-১৬ জুলাই দলের জাতীয় কর্মসমিতির বৈঠকও রাষ্ট্রপতি ভোটের কথা মাথায় রেখে পিছিয়ে দিতে পারে তারা।
রাষ্ট্রপতি নির্বাচন: সর্বসম্মত প্রার্থী বাছাইয়ে শরিক, বিরোধীদের সঙ্গে কথা বলতে ৩ সদস্যের কমিটি বিজেপির
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jun 2017 02:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -