নয়াদিল্লি: আগামী জুলাইতে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের। তাই রাষ্ট্রপতি ভবন ছেড়ে নতুন ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার পর ৩৪, এপিজে আব্দুল কালাম রোডই হতে চলেছে প্রণব মুখোপাধ্যায়ের ঠিকানা। লোকসভার প্রাক্তন স্পিকার পিএ সাংমা এখানকার টাইপ-৮ বাংলোয় থাকতেন। প্রণববাবু এখানেই উঠবেন। তাই সাংমার পরিবারকে বাংলোটি খালি করতে বলেছে সরকার।
ওই বাংলোয় বর্তমানে মেঘালয়ের তুরার সাংসদ তথা সাংমার ছেলে কনরাড থাকেন।
নগরোন্নয়ন মন্ত্রক কনরাডকে বাংলোটি খালি করে দিতে বলেছে।কারণ, প্রথমবারের কোনও সাংসদের জন্য টাইপ-৮ বাংলো বরাদ্দ করা হয় না বলে মন্ত্রক সূত্রে খবর।রাজধানীর এই ল্যুটিয়েন্স বাংলো সর্বোচ্চস্তরের সরকারি বাসভবন হিসেবে স্বীকৃত।
সূত্রের খবর, রাষ্ট্রপতির সচিবালয়ের পক্ষ থেকে প্রণববাবুর জন্য উপযুক্ত বাসভবন দেখার অনুরোধ আসে নগরোন্নয়নমন্ত্রকের কাছে। এরপরই প্রণবের বাসভবন খোঁজার ব্যাপারে সচেষ্ট হয় মন্ত্রক।
রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের আধিকারিকদের এপিজে আব্দুল কালাম রোডের বাংলোটি দেখানো হয়। পদের মেয়াদ শেষ হওয়ার পর এটিই প্রণববাবুর পক্ষে উপযুক্ত বাসভবন হতে পারে বলে তাঁরা মনে করছেন।
উল্লেখ্য, সাংমাকে হারিয়েই দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল প্রণববাবু।
প্রণব থাকবেন সাংমার বাংলোয়?
ABP Ananda, web desk
Updated at:
05 Oct 2016 04:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -