নয়াদিল্লি ও কলকাতা: ৭০-তম সেনা দিবসে অফিসার ও জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


ট্যুইটারে রাষ্ট্রপতি লিখেছেন, ‘সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসী ও বীর পুরুষ, মহিলা, অবসরপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের দেশের গর্ব, আমাদের স্বাধীনতার অতন্ত্র প্রহরী। আপনারা জেগে আছেন এবং সর্বক্ষণ সতর্ক আছেন জেনেই দেশবাসী নিরাপদে ঘুমোয়।’



প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ‘সেনা দিবসে আমি জওয়ান, অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রতি প্রত্যেক ভারতীয়র অটল আস্থা আছে। দেশবাসী আপনাদের জন্য গর্বিত। আপনারা দেশ রক্ষা করেন। প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য ঘটনার সময়ও আপনারাই উদ্ধারকার্যে এগিয়ে আসেন। আমাদের সেনাবাহিনী সবসময় দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যে মহান ব্যক্তিরা দেশের জন্য কর্তব্য করতে গিয়ে প্রাণ বলিদান দিয়েছেন, তাঁদের কুর্ণিশ জানাই। ভারত কোনওদিন আমাদের বীর নায়কদের ভুলবে না।’



মুখ্যমন্ত্রী মমতা ট্যুইটারে লিখেছেন, ‘দেশের প্রতি আদর্শ কর্তব্যের পরিচয় দেওয়া সব সেনাকর্মীকে আমি কুর্ণিশ জানাই।’



১৯৪৯ সালে জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের বদলে ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ হন। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ১৫ জানুয়ারি দিনটিকে সেনা দিবস হিসেবে পালন করা হয়।