দেহরাদূণ: খারাপ আবহাওয়ার জন্য কেদারনাথ মন্দিরে পুজো না দিয়েই ফিরতে হল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। রাষ্ট্রপতি নিয়ে হেলিকপ্টার দুদুবার ৩,৫৮১ মিটার উচ্চতায় হিমালয়ের কোলে ওই মন্দিরে অবরতণের চেষ্টা করে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছেন উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিজিপি অনিল রাতুরি।

পরে রাষ্ট্রপতি দেহরাদূনে রাজভবনে ফিরে আসেন। সেখানে কয়েকঘন্টা বিশ্রামের পর দিল্লি রওনা দেন তিনি।

উল্লেখ্য, গতকালই উত্তরাখণ্ডে বর্ষার আগমনের কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। যদিও রাষ্ট্রপতির কর্মসূচী তার আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল।