চণ্ডীগড়: হরিয়ানার ৫০টি গ্রাম দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর তত্ত্বাবধানে এগুলিকে স্মার্ট ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে। রাজ্য বিধানসভায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এ কথা জানিয়েছেন।

আজ ছিল রাজ্য বাজেট অধিবেশনের শেষ দিন। মুখ্যমন্ত্রী জানান, গত বছর জুলাইতে রাষ্ট্রপতি ৫টি হরিয়ানার গ্রাম দত্তক নেন। এগুলি হল গুরুগ্রাম জেলার আলিপুর, দাউলা, হরচন্দপুর এবং তাজনগর গ্রাম ও মেওয়াট জেলার রোজকামেও গ্রাম।

রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই গ্রামগুলিতে স্বাস্থ্য, স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধি, পরিকাঠামো ও কৃষি সংক্রান্ত বিষয়ে কাজ চলছে।

এখন যে ৫০টি গ্রাম রাষ্ট্রপতি দত্তক নিতে চান, সেগুলি আগের দত্তক গ্রামগুলির ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হতে হবে।