নয়াদিল্লি: আগামী ২৫ নভেম্বর কুরুক্ষেত্রে আয়োজিত হবে ‘আন্তর্জাতিক গীতা মহোৎসব’। এই উত্সবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এ কথা জানিয়েছেন। হরিয়ানা সরকারের আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উত্সব।


খাট্টার জানিয়েছেন, কুরুক্ষেত্রের ব্রহ্ম সরোবরে আয়োজিত ‘গীতা যজ্ঞ’ ও ‘গীতা পূজন’ অনুষ্ঠানেও যোগ দেবেন রাষ্ট্রপতি।

হরিয়ানার মুখ্যমন্ত্রী আরও বলেছেন, সারা বিশ্বের ৩৫ দেশ থেকে প্রায় ২৫-৩০ লক্ষ মানুষ ওই উত্সবে যোগ দেবে।