নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক জগতেও। শ্রীদেবীর মৃত্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শোকপ্রকাশ। টুইটারে রামনাথ কোবিন্দ লিখেছেন, অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবরে শোকহাত। কয়েক লক্ষ ভক্তের হৃদয় ভেঙে গিয়েছে। লমহে, ইংলিশ ভিংলিশ ছবিতে তাঁর অভিনয় অন্য অভিনেতা-অভিনেত্রীদের কাছে অনুপ্রেরণার। পরিবার এবং নিকট আত্মীয়দের সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি।
শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ট্যুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকাহত। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী ছিলেন তিনি। তাঁর দীর্ঘ কেরিয়ারে রয়েছে বিভিন্ন ভূমিকা ও স্মরণীয় মুহূর্ত।এই শোকের সময়ে আমি তাঁর পরিবার ও অনুগামীদের সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির ট্যুইট, শ্রীদেবী -- অভিনয় জগতের কিংবদন্তী। বহু সাফল্যে ভরা দীর্ঘযাত্রা হঠাৎ থেমে গিয়েছে। অনুরাগী এবং কাছের মানুষদের সমবেদনা জানাই।
শ্রীদেবীর অকাল প্রয়ানে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Feb 2018 10:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -