রাষ্ট্রপতি ভোটে এনডিএ-র কোবিন্দকেই সমর্থন, কাল বিরোধীদের বৈঠকেও যাবে না নীতীশের দল
Web Desk, ABP Ananda | 21 Jun 2017 03:19 PM (IST)
নয়াদিল্লি: এবার এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন নীতীশ কুমারেরও। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে কংগ্রেস, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গ ছাড়লেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে কেন্দ্রের শাসক জোটের বিরুদ্ধে বিরোধীদের পাল্টা রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়ে লড়াইয়ের প্রয়াস মার খেতে চলেছে। শোনা যাচ্ছে, কোবিন্দকে সমর্থনের সিদ্ধান্ত নীতীশ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, শরিক লালুপ্রসাদ যাদবকে জানিয়ে দিয়েছেন। ঘটনাচক্রে নীতীশই নাকি সনিয়াকে এপ্রিলের এক বৈঠকে প্রস্তাব দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদে বিরোধীদের যৌথ প্রার্থী দিতে তিনি উদ্যোগ নিন। নীতীশের দল জনতা দল (ইউনাইটেড)-এর বিধায়ক রত্নেশ সদা বলেন, দলের শীর্ষনেতাদের বৈঠকে ঠিক হয়েছে, আমরা রামনাথ কোবিন্দকে সমর্থন করব। এই ঘোষণার পর রাজভবনে গিয়ে কোবিন্দের সঙ্গে দেখা করে শুভেচ্ছাও জানান নীতীশ। বিজেপি সভাপতি অমিত শাহ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে কোবিন্দের নাম ঘোষণার পরই নীতীশ বলেছিলেন, তিনি এতে খুশি। তবে তাঁকে সমর্থনের প্রশ্নে দলে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছিলেন একইসঙ্গে। দলীয় বিধায়কদের বৈঠকের পর সদা বলেন, সব নেতাই একমত, কোবিন্দকে সমর্থন করা হবে। উনি বিহারের প্রথম রাজ্যপাল যাঁকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা হল। আমরা এজন্য খুবই খুশি। এটা বিহারের উন্নয়নেরও প্রশ্ন। সদা এও বলেন, বৈঠকে মুখ্যমন্ত্রী বিধায়কদের সামনে কোবিন্দকে একজন ভাল মানুষ বলে উল্লেখ করেছেন। বৈঠকে প্রায় ৬০ জন জেডি (ইউ) বিধায়ক ছিলেন এবং সকলেই নীতীশকুমারের মন্তব্যে সায় দেন। আরেক জেডি (ইউ) এমএলএ-ও জানান, বিধায়করা বৈঠকে বলেছেন, এটা তাঁদের কাছে বিরাট গর্বের বিষয় যে, রাজ্যের এক কর্মরত রাজ্যপালকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে। যদিও দলের কোর গ্রুপের বৈঠকের পরই আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর ব্যাপারে অবস্থান স্পষ্ট করা হবে বলে জানান জেডি (ইউ) -এর জাতীয় মুখপাত্র কে সি ত্যাগী। সন্ধ্যায় তিনিও কোবিন্দকে সমর্থনের সিদ্ধান্ত পাকা বলে জানিয়ে দেন। কাল বিরোধীদের বৈঠকে তাঁরা যাচ্ছেন না বলেও জানান তিনি। আগামীকালই বিরোধী শিবির নয়াদিল্লিতে বৈঠকে বসছে রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাইয়ের ব্যাপারে। যেদিন বিজেপি সভাপতি কোবিন্দকে তাঁদের প্রার্থী বলে ঘোষণা করেন, সেদিনই কংগ্রেস ও আরও কয়েকটি বিরোধী শিবির জানিয়ে দেয়, তারা পাল্টা প্রার্থী দেবে। কিন্তু কালকের বৈঠকের আগেই তাদের সেই উদ্যোগে নীতীশ বড় ধাক্কা দিলেন বলে মনে করা হচ্ছে। বিরোধী শিবির থেকে এআইএডিএমকে, বিজেডি, টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস ইতিমধ্যেই কোবিন্দকে সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে।