আগের সরকারগুলি উন্নয়নকে অবহেলা করেছে, ভোটে জিততে লুঠ করেছে জনগণের টাকা, বারাণসীতে মোদী
Web Desk, ABP Ananda | 22 Sep 2017 07:13 PM (IST)
বারাণসী: দুদিনের বারাণসী সফরে উন্নয়ন ইস্যুতে কেন্দ্রের আগের সরকারগুলির তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তাঁর দাবি, আমরা শুধু প্রকল্পের সূচনাই করি না, সেগুলি শেষও করি। এদিন নিজের লোকসভা কেন্দ্রের জন্য ১ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পও ঘোষণা করেন তিনি। বলেন, আমাদের যাবতীয় সমস্যার সমাধান একমাত্র উন্নয়ন। মনে হয়, আগের সরকারগুলি উন্নয়নকে অবহেলা করেছে, ভোটে জেতার জন্য শুধু জনগণের টাকা লুঠ করে সরকারি তহবিল ফাঁকা করে দিয়েছে। তারা শুধু রাজনৈতিক পাওনাগন্ডার অঙ্কই করেছে, ফলে একের পর এক প্রকল্পের ঘোষণা হলেও কোনওদিনই সেগুলি শেষ হয়নি বলে অভিযোগ করেন মোদী। তাঁর সরকার গরিবের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের স্বপ্ন পূরণ হয়েছে, গরিবের জীবনে বদল এসেছে, তারাও সুযোগ পাচ্ছে, এটা দেখাই আমাদের উদ্দেশ্য। গরিবও চায় না, তার পরের প্রজন্মও তার মতোই গরিব থেকে যাক। উত্তরাধিকার সূত্রে দারিদ্র্যের মধ্যে বাচ্চাদের ফেলে যেতে চায় না কোনও গরিব। তাঁর সরকার গরিবদের স্বপ্নই দেখে, তা বাস্তবায়নেই কাজ করছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের স্বপ্ন গরিবির অবসান ঘটানো। এদিন ৩০০ কোটি টাকা খরচ করে বানানো দীনদয়াল হস্তকলা সংকুল নামে হস্তশিল্প সামগ্রী বেচাকেনার বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁতীদের উন্নয়নে প্রকল্পের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকার চায়, ওদের তৈরি পণ্যসামগ্রী আন্তর্জাতিক বাজারে তুলে ধরা হোক, যাতে ওদের রোজগার বাড়ে। আমাদের তাঁতী, বয়ন শিল্পীদের পণ্যের আন্তর্জাতিক বাজার প্রয়োজন যাতে তাঁদের আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা বাড়বে।