মুম্বই: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পরেও যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন, তার প্রশংসা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আলোচনা ও সর্বসম্মতিই এগিয়ে চলার সেরা এবং বেশিরভাগ ক্ষেত্রে একমাত্র উপায়। সংসদীয় গণতন্ত্রে যারা ক্ষমতায় থাকে, তাদের সবসময় সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে চলা উচিত। উত্তরপ্রদেশে এবং অন্যান্য রাজ্যে সাম্প্রতিক নির্বাচনে জয়ের পরে প্রধানমন্ত্রী মোদী নম্র থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের ফলাফল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয়। কিন্তু সরকার পরিচালিত হবে সর্বসম্মতির ভিত্তিতে। এটা শুনে আমার খুব ভাল লেগেছে। এটাই ভারতের ঐতিহ্য। দেশের বেশিরভাগ মানুষ এটাই দেখতে চান।’


এদিন সংসদ ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় গোলমাল নিয়ে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। অধিবেশন চলাকালীন সাংসদ ও বিধায়কদের গরহাজিরা, হট্টগোলের ফলে অধিবেশন বানচাল হয়ে যাওয়া, আলোচনা ছাড়াই বাজেট এবং অর্থবিল পাশ হয়ে যাওয়ার কোনও অজুহাত থাকতে পারে না।