উত্তরপ্রদেশের রাজ্যপালের সঙ্গেও এবিষয়ে কথা হয় রাষ্ট্রপতির। তিনি বলেন, আমি নিশ্চিত, রাজ্য সরকার স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াবে এবং আহত যাত্রীদের চিকিত্সায় সবরকমভাবে সাহায্য করবে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। কানপুর রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন রাষ্ট্রপতির
Web Desk, ABP Ananda | 20 Nov 2016 05:03 PM (IST)
নয়াদিল্লি: কানপুর রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, উত্তরপ্রদেশের কানপুরের কাছে ইনদওর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় ভীষণভাবে ব্যথিত।মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন এই মানুষগুলিকে অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি এবং সাহস দেন। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।