নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করার কথা ঘোষণা করার পর থেকেই বিরোধী দলগুলির সমালোচনার মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার তিনি পাল্টা আক্রমণ করলেন। বিরোধী দলগুলির উদ্দেশে তাঁর তোপ, হারার জন্যই মীরা কুমারকে প্রার্থী করা হয়েছে। জনতা দল ইউনাইটেডের কোর কমিটির বৈঠকের পর নীতীশ বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের ফল নিয়ে কোনও সংশয় নেই। বিহারের মেয়ের জন্য আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু প্রশ্ন হল, বিহারের মেয়েকে কি হারার জন্য বেছে নেওয়া হয়েছে?’


কোবিন্দকে সমর্থন প্রসঙ্গে নীতীশ বলেছেন, দলীয় বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। জেডিইউ যখন এনডিএ-র শরিক ছিল, তখনও স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে তাঁরা প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। এবারও তাঁরা সেভাবেই কোবিন্দকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। নীতীশের আরও দাবি, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত নয়। সর্বসম্মত প্রার্থী হলেই ভাল হত। কোবিন্দ বিহারের রাজ্যপাল হিসেবে প্রশংসনীয় কাজ করেছেন। সনিয়া গাঁধী ও সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করে সেকথাই বলেছেন তিনি।

জেডিইউ-এর জোটসঙ্গী আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ফের নীতীশের উদ্দেশে কোবিন্দকে সমর্থন করার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেন। তিনি আরও বলেন, নীতীশ যেভাবে সঙ্ঘমুক্ত ভারত গড়ার প্রস্তাব দিয়েছিলেন, সেই পথেই এগিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। কিন্তু নীতীশ কেন একজন আরএসএস কর্মীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তিনি বুঝতে পারছেন না। পরে অবশ্য লালু জানান, এ বিষয়ে নীতীশের সঙ্গে তাঁর কথা হয়নি।