নয়াদিল্লি: ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় শক্তি হল, তারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে বাঁধে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে এই কথাই জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করতে গিয়ে তিনি বলেন, সিনেমা শুধুমাত্র বৈচিত্র্যই তুলে ধরে না। একইসঙ্গে, তাকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনও করে।
প্রসঙ্গত, এদিন বিতর্কের মধ্যে সম্পন্ন হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি কেবলমাত্র ১১ জন প্রাপককে নিজের হাতে পুরস্কার তুলে দেবেন এটা জানার পর থেকে অনুষ্ঠান বয়কট করেন বহু শিল্পী। যদিও, এই নিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে সাফাই দিয়ে জানানো হয়, তিনি কোনও অনুষ্ঠানে এক-ঘণ্টার বেশি সময় অতিবাহিত করেন না।
এদিন কোবিন্দ বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে সকলকে একত্রিত করে, তা কেউ করতে পারে না। আমাদের বৈচিত্র্যই হল একতা। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সিনেমা আমাদের মনোরঞ্জন দেওয়ার পাশাপাশি শিক্ষাও দেয়। তারা বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার মোকাবিলা করার পন্থা বলে দেয়। সিনেমার নিজস্ব ভাষা আছে, যা সকলেই বুঝতে পারেন।