নয়াদিল্লি: এক দেশ। এক আইন। কার্যকর হওয়ার পথে আরও একধাপ এগোলো জিএসটি বা পণ্য পরিষেবা কর।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জিএসটি-র সংবিধান সংশোধনী বিলে সিলমোহর দিলেন। এরফলে জিএসটি কাউন্সিল তৈরির পথ প্রশস্ত হয়ে গেল। এই জিএসটি কাউন্সিলই ঠিক করবে করের হার, সেস, সারচার্জ কত হবে। জিএসটি কাউন্সিলের প্রধান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কাউন্সিলে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা রয়েছেন।
আটই অগাস্ট সংসদে পাস হয়ে যায় জিএসটি বিল। যেহেতু এটি সংবিধান সংশোধনী বিল, তাই কমপক্ষে অর্ধেক রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন ছিল। ১৭টি রাজ্য সরকার সম্মতি প্রদানের পর তা পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। এবার রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিলেন।
পণ্য পরিষেবা কর বা জিএসটি ব্যবস্থা চালু হলে উৎ‍পাদন শুল্ক, আমদানি শুল্ক, বিক্রয় কর, পরিষেবা কর বা রাজ্যের ভ্যাট, বিনোদন কর, বিলাস কর, লটারি ট্যাক্স, প্রবেশ কর আর থাকবে না।
এক জিএসটি’র অধীনেই সব কর আদায় করা হবে।
যদিও সব কিছু পণ্যই জিএসটি-র আওতায় আসছে না। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস, মদ, স্ট্যাম্প ডিউটি, বিদ্যুৎ শুল্ক পণ্য পরিষেবা করের আওতার বাইরে থাকবে।  আগামী বছর ১ এপ্রিল থেকে জিএসটি চালুর লক্ষ্যমাত্রা রেখেছে মোদী সরকার।