আমদাবাদ: গুজরাতে কংগ্রেসের অন্তত ৮ বিধায়ক সম্ভবত মীরা কুমারের পরিবর্তে শাসক জোটের প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দিয়েছেন? রাজধানীতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনার ফল ঘোষণার পর যে তথ্য সামনে আসছে, তা থেকে ক্রস ভোটিংয়ের এমন চাঞ্চল্যকর ইঙ্গিত সামনে এসেছে।


রিটার্নিং অফিসার অনুপ মিশ্র জানান, বিজেপি শাসিত গুজরাতে কোবিন্দ পেয়েছেন ১৩২ বিধায়কের ভোট, মীরাকে ভোট দিয়েছেন ৪৯ জন।

১৮২ সদস্যের বিধানসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের সদস্য ৫৭ জন। এনসিপি-র বিধায়ক ২ জন। জেডিইউ, গুজরাত পরিবর্তন পার্টি (জিপিপি)-র একজন করে বিধায়ক। শাসক বিজেপির বিধায়ক সংখ্যা ১২১। জেডিইউ বিধায়ক ছোটু ভাসাভা ১৭ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচন বয়কট করেন।

মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দাবি, বিজেপির ১২১ জন বিধায়কের পাশাপাশি বিরোধী শিবিরের ১১ জন বিধায়কের ভোটও পেয়েছেন কোবিন্দ। সেইসঙ্গে বলেন, বিজেপি ক্রস ভোটিংয়ে মদত দেয়নি, ভোট আপনাআপনিই আমাদের দিকে এসেছে।

এনসিপি-র রাজ্য সভাপতি জয়ন্ত প্যাটেল এদিন বলেন, তাঁর দলের কেউ কোবিন্দকে ভোট দেননি। পাশাপাশি পটেলদের জন্য সংরক্ষণের ইস্যুতে বিজেপি বিরোধী হয়ে ওঠা জিপিপি বিধায়ক নলিন কোটাডিয়াও মীরা কুমারকে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন।

সেদিকে ইঙ্গিত করে এক কংগ্রেস নেতা বলেন, এনসিপি ও জিপিপি বিধায়কের দাবি সত্যি হলে হয় ১১ বিধায়ক বিজেপি প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেছেন বা আমাদের ৮ বিধায়ক ক্রস ভোট দিয়েছেন।

কংগ্রেসের আরও এক নেতা বলেন, গুজরাতে কংগ্রেসের ৫৭ বিধায়ক। কিন্তু আমাদের প্রার্থী মীরা কুমার ৪৯ ভোট পেয়েছেন, যার অর্থ, অন্তত আমাদের ৮ এমএলএ ক্রস ভোট দিয়েছেন।
গুজরাতে সামনেই বিধানসভা ভোট। এর ফলে প্রধানমন্ত্রীর রাজ্য বড় ধাক্কা খেতে পারে কংগ্রেস।

কে বিধানসভা ভোটে নেতৃত্ব দেবেন, তা নিয়ে রাজ্যে কংগ্রেসের ঘরোয়া কোন্দল চলছে দুই নেতা শঙ্কর সিংহ বাঘেলা ও ভরতসিংহ সোলাঙ্কির মধ্যে। তার জেরেই কি ক্রস ভোটিং হয়ে থাকতে পারে, জল্পনা তুঙ্গে।