নয়াদিল্লি: বিজেপি ঘোষণা করেছে, আগামী ২৩ তারিখের আগেই তারা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী ঘোষণা করবে। কিন্তু, দলের নেতা শত্রুঘ্ন সিনহা ইতিমধ্যেই নিজের পছন্দ নিয়ে হাজির।


[embed]https://twitter.com/ShatruganSinha/status/874953536748048386[/embed]

আর ‘শটগান’-এর পছন্দের প্রার্থী হলেন আর কেউ নয়—লালকৃষ্ণ আডবাণী। যার সমর্থনে গত মঙ্গলবার থেকে একের পর এক টুইট করছেন এই প্রাক্তন অভিনেতা। এমনিতে, ঠোঁটকাটা বলে বিজেপিতে পরিচিত শত্রুঘ্ন। সাম্প্রতিককালে, দলের একাধিক সিদ্ধান্তের খুল্লমখুল্লা বিরোধিতা করেছেন তিনি। এমনকী, জেডিইউ নেতা নীতীশ কুমার এবং আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবালের সঙ্গে দেখাও করেন।


[embed]https://twitter.com/ShatruganSinha/status/874594984825171968[/embed]

[embed]https://twitter.com/ShatruganSinha/status/874595185795137537[/embed]

বিজেপি সূত্রের খবর, দল বেঙ্কাইয়া নাইডু ও সুষমা স্বরাজের মধ্যে কাউকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরতে পারে। এছাড়া, ওড়িশার আদিবাসী পরিবার থেকে উঠে আসা ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুও এই পদের দাবিদার রয়েছেন। তাতেই আডবাণীর নাম যোগ করে বিষয়টিকে অন্য মাত্রা দিলেন শত্রুঘ্ন।


তবে, ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন চাইলেও, আডবাণীর প্রার্থী হওয়ার পথ নিষ্কণ্টক নয়। সম্প্রতি, বাবরি মসজিদ ধ্বংসকাণ্ডে ৮৯ বছরের আডবাণীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা রুজু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপি, ভাল করেই জানে, তাঁকে রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরলে, আপত্তি জানাবে বিরোধীরা।


[embed]https://twitter.com/ShatruganSinha/status/874813393710063616[/embed]

[embed]https://twitter.com/ShatruganSinha/status/874814249037594624[/embed]

যদিও, শত্রুঘ্নর সিনহার দাবি, আডবাণীকে অনেকেই সমর্থন করতে রাজি। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। ইতিমধ্যেই, রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ঐকমত্যে আসতে শরিক ও বিরোধীদের সঙ্গে আলোচনা করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিজেপি। সেই কমিটিতে রয়েছেন – অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু ও রাজনাথ সিংহ।


ইতিমধ্যেই বিএসপি সুপ্রিমো মায়াবতী ও এনসিপি শীর্ষ নেতা শরদ পওয়ারের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যরা। সকলেই জানিয়ে দিয়েছেন, এখনও পর্যন্ত পছন্দের কোনও প্রার্থী তাঁরা বাছাই করেননি। আগামীকাল, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করার কথা জেটলিদের।


[embed]https://twitter.com/ShatruganSinha/status/874815746626510848[/embed]

[embed]https://twitter.com/ShatruganSinha/status/874952580794912768[/embed]

যদি ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়, তাহলে নির্বাচনের প্রয়োজন নেই। কিন্তু, তা না হলে আগামী ১৭ তারিখ নির্বাচন হওয়ার কথা। ফল ঘোষণা ২০ জুলাই।