রাষ্ট্রপতি প্রণববাবুর দিশা বিরাট সাহায্য করবে আমায়, বললেন মোদী
Web Desk, ABP Ananda | 24 Jul 2017 08:37 PM (IST)
নয়াদিল্লি: বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে একইসঙ্গে গভীর জ্ঞানের অধিকারী ও সহজ, সরল মানুষ বলে উল্লেখ করলেন নরেন্দ্র মোদী। আজ রাষ্ট্রপতির নির্বাচিত ভাষণের চতুর্থ ভলিউমের আনুষ্ঠানিক প্রকাশ করে তিনি বলেন, যখনই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সরকারি বিষয়ে আলোচনা করেছি, উনি আমায় ঠিক দিশা দেখিয়েছেন, গঠনমূলক মতামত দিয়েছেন। প্রণববাবুর আমলে রাষ্ট্রপতি ভবন লোক ভবন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন মোদী। বলেছেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে যে দিশা পেয়েছি, তা আমায় দারুণ সাহায্য করবে। আমি নিশ্চিত, যাঁরাই ওনার সঙ্গে কাজ করেছেন, তাঁদেরও একই উপলব্ধি হয়েছে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদে আজই ৫ বছরের মেয়াদ শেষ হল প্রণববাবুর। আগামীকাল নয়া রাষ্ট্রপতি পদে শপথ নিচ্ছেন বিহারের প্রাক্তন রাজ্যপাল রামনাথ কোবিন্দ।