নয়াদিল্লি: প্রয়াত বায়ুসেনা প্রধান মার্শাল অর্জন সিংহের বাসভবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও সেনাবাহিনীর তিন বিভাগের প্রধান। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও শোকপ্রকাশ করেছেন। তিনি শোকবার্তায় বলেছেন, ভারতের প্রবীণতম পাঁচতারা র্যাঙ্কিং পাওয়া বায়ুসেনা আধিকারিকের প্রয়াণে তিনি শোকাহত। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সহ-সভাপতি রাহুল গাঁধীও শোকপ্রকাশ করেছেন।
গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে সেনা হাসপাতালে প্রয়াত হন ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক অর্জন। আজ সকালে তাঁর বাসভবনে দেহ আনা হয়। প্রয়াত বায়ুসেনা প্রধানকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে আত্মীয়, প্রতিবেশী, প্রাক্তন সহকর্মীরাও যান। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টায় ব্রার স্কোয়ারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর সম্মানে সোমবার সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
প্রয়াত অর্জন সিংহের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রতিরক্ষামন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2017 01:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -