নয়াদিল্লি: সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য আইন সংশোধন না হওয়ায় এখনও আমলা ও সেনাবাহিনীর তিন প্রধানের তুলনায় কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। এক বছরেরও বেশি সময় আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেট সচিবালয়ের অনুমোদনের জন্য পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।
বর্তমানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন প্রতি মাসে যথাক্রমে ১.৫০ লক্ষ টাকা, ১.২৫ লক্ষ টাকা ও ১.১০ লক্ষ টাকা। ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর ক্যাবিনেট সচিবের বেতন বেড়ে হয়েছে প্রতি মাসে ২.৫০ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদের বেতন বেড়ে হয়েছে প্রতি মাসে ২.২৫ লক্ষ টাকা। সেনাবাহিনীর তিন বিভাগের প্রধানও ক্যাবিনেট সচিবদের সমপরিমাণ বেতন পান। রাষ্ট্রপতি পদাধিকার অনুযায়ী সেনাবাহিনীর তিন বিভাগের সুপ্রিম কমান্ডার হলেও, সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান ও নৌবাহিনীর প্রধানের তুলনায় কম বেতন পাচ্ছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, ক্যাবিনেট সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব অনুমোদন করলে বিলটি সংসদে পেশ করা হবে। সংসদ অনুমোদন দিলে রাষ্ট্রপতির বেতন বেড়ে হবে প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা। উপরাষ্ট্রপতির বেতন বেড়ে হবে প্রতি মাসে সাড়ে তিন লক্ষ টাকা এবং রাজ্যপালদের বেতন বেড়ে হবে প্রতি মাসে প্রায় তিন লক্ষ টাকা।
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন শেষবার বাড়ানো হয়েছিল ২০০৮ সালে। তার আগে পর্যন্ত তাঁদের বেতন ছিল যথাক্রমে মাসে ৫০,০০০, ৪০,০০০ ও ৩৬,০০০ টাকা।
সচিব, তিন বাহিনীর প্রধানদের তুলনায় কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি
Web Desk, ABP Ananda
Updated at:
19 Nov 2017 07:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -