নয়াদিল্লি: ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। প্রতি লিটারে পেট্রোলের দাম ৩.৩৮ টাকা এবং ডিজেলের দাম ২.৬৭ টাকা বেড়েছে। এদিন মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত দাম।


মূল্যবৃদ্ধির পর দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হচ্ছে ৬৩.৪৭ টাকা। ডিজেলের দাম হবে লিটার পিছু ৫২.৯৪  টাকা।

উল্লেখ্য, গত দুমাসে চারবার দাম কমানো হয়েছিল এই দুই জ্বালানির। কিন্তু এবার একধাপে অনেকটাই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দামের ১৩ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে দেশেও পেট্রোল-জিজেলের দাম বাড়ানো হল। আইওসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, আইওসি সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি প্রতি মাসের ১ ও ১৬ তারিখে পেট্রোল ও ডিজেলের মূল্য সংশোধন করে। আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম ও বিদেশি মুদ্রার বিনিময় হারের ভিত্তি এই মূল্য সংশোধন করা হয়।