নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিনেই বাড়ল পেট্রোল, ডিজেল, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস, কেরোসিনের দাম।

ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দামসিলিন্ডারপিছু বেড়েছে ২ টাকা। এই নিয়ে সাত মাসে আটবার রান্নার গ্যাসের দাম বাড়ল। এর আগে শেষবার দাম বেড়েছিল ১ ডিসেম্বর। সেবার দাম বাড়ানো হয়েছিল ২.০৭ টাকা। ফের দাম বাড়ানো হল।

গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, ডিজেলের দামের উপর থেকে যেভাবে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে, রান্নার গ্যাসের ক্ষেত্রেও সেই নীতি নেওয়া হবে। সেই নীতি অনুযায়ী প্রতি মাসের ২ টাকা করে দাম বাড়ানো হচ্ছে।

রান্নার গ্যাসের মতোই কেরোসিনের উপর থেকেও ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ১০ মাস পর্যন্ত ১৪ দিন অন্তর প্রতি লিটারে ২৫ পয়সা করে দাম বাড়ানোর স্বাধীনতা দেওয়া হয়েছে।

পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ১.২৯ টাকা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৯৭ টাকা। আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে নতুন দাম।

বিমানের জ্বালানির দামও ৮.৬ শতাংশ বাড়ানো হয়েছে। গত মাসে ৩.৭ শতাংশ দাম কমানো হয়েছিল। কিন্তু এবার দাম বাড়ানো হল।