নয়াদিল্লি: ক্যানসার-ডায়াবেটিস-উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসুখের মোকাবিলায় বাজারচলতি ৫৬টি জরুরি ওষুধের দাম কমছে অন্তত চার ভাগের এক ভাগ। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা সংক্ষেপে NPAA গড়ে এই সমস্ত ওষুধের দাম ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়ও কমানো হচ্ছে গ্লুকোজ ও সোডিয়াম ইঞ্জেকশনের দামও। এই নির্দেশ যাঁরা অমান্য করবেন, তাঁদের জরিমানা করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
ক্যানসার-ডায়াবেটিস-উচ্চ রক্তচাপজনিত অসুখের ৫৬টি জরুরি ওষুধের দাম কমছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 03:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -