ম্যাঙ্গালুরুতে আরএসএস কর্মী খুনে গ্রেফতার প্রধান অভিযুক্ত সহ ২
Web Desk, ABP Ananda | 23 Aug 2017 04:18 PM (IST)
ম্যাঙ্গালুরু: আরএসএস কর্মী শরথ মাদিওয়ালার খুনের তদন্তকারী দল আরও দুজনকে গ্রেফতার করল। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শরিফ ও জব্বর নামে আরেকজন গতকাল পুট্টুর তালুক থেকে ধরা পড়ে বলে জানিয়েছে পুলিশ। মাদিওয়ালের ওপর গত ৪ জুলাই বান্তওয়ালে হামলা চালায় অজ্ঞাতপরিচয় লোকজন। তিনদিন বাদে তিনি মারা যান। দুজনকে নিয়ে মাদিওয়ালের হত্যার ঘটনায় মোট দশজন গ্রেফতার হল এ পর্যন্ত। জব্বরকে আদালতে পেশ করা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শরিফকে আরও জিজ্ঞাসবাদের জন্য আজ হেফাজতে চেয়ে আবেদন করবে তদন্তকারী দল। প্রসঙ্গত, মাদিওয়ালার ঘাতকদের খুঁজে বের করার ব্যাপারে পুলিশ ঢিলেমি দিয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে দক্ষিণপন্থী সংগঠনগুলি।