উরি হামলা: রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2016 10:04 PM (IST)
নয়াদিল্লি : কাশ্মীরের উরিতে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা ও উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অবহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে মোদী তাঁর মন্ত্রীসভার সদস্য ও পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর, অর্থমন্ত্রী অরুণ জেটলি ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ এবং স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রকের পদস্থ আধিকারিকরা। এরপর এদিন সন্ধেয় তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উরিতে গতকালের জঙ্গি হামলা সংক্রান্ত বিস্তারিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে সরকারি সূ্ত্রে জানা গেছে। উল্লেখ্য, গতকালই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, উরি হামলার সঙ্গে যুক্তরা রেহাই পাবে না।