নয়াদিল্লি: শুক্রবারই ৩ বছর পূর্ণ করেছে তাঁর সরকার। পাশাপাশি ফেসবুকের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় বিশ্বের সবথেকে বেশি ফলোয়ার থাকা রাষ্ট্রনেতা হিসেবে চিহ্নিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ছাপিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।
এক সংবাদপত্রের প্রকাশ করা তথ্য জানাচ্ছে, প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা সবথেকে বেশি। ৩ নম্বরে রয়েছে মোদীরই অফিসিয়াল পেজ- পিএমও ইন্ডিয়া।
২০১৪-র মে মাসে মোদী যখন প্রধানমন্ত্রী হন, তখন ফেসবুকে তাঁর ফলোয়ার ছিলেন ১ কোটি ৪০ লক্ষ নাগরিক। সেই সংখ্যা এখন ৪ কোটি ১৯ লক্ষ।
তবে মোদীর পরেই ফলোয়ারদের সঙ্গে সবথেকে বেশি যোগাযোগ রাখেন রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি, প্রাক্তন সেনা প্রধান ভি কে সিংহ, পীযুষ গোয়েল ও অরুণ জেটলির মত কেন্দ্রীয় মন্ত্রী। এঁদের ফলোয়ার সংখ্যাও প্রচুর। তবে ফেসবুকে যে মন্ত্রকগুলি সবথেকে বেশি যোগাযোগ রাখে, তারা হল তথ্যপ্রযুক্তি মন্ত্রক, বিদেশ মন্ত্রক ও রেল মন্ত্রক।
আসা যাক সরকারি প্রকল্পের কথায়। সব প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রীর তিনটি নিজস্ব প্রকল্প ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া ও স্বচ্ছ ভারত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি আলোচনা হয়েছে।
ফেসবুকে বিশ্বের কোন নেতার ফলোয়ার সংখ্যা সবথেকে বেশি জানেন? প্রধানমন্ত্রী মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2017 03:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -