নয়াদিল্লি ও কলকাতা: বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গিরিজা দেবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন। নিজের টুইটার হ্যান্ডলে নরেন্দ্র মোদী লিখেছেন, গিরিজা দেবীর আকস্মিক প্রয়াণে শোকাহত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এক সুরেলা কণ্ঠস্বর হারাল। তাঁর অনুরাগীদের সমবেদনা জানাই। অন্যদিকে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, গিরিজা দেবীর মৃত্যু সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। ২০১৫ সালে তাঁকে বঙ্গবিভূষণ সম্মান দিতে পেরে আমরা সম্মানিত।
শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী  সনিয়া গাঁধীও।তিনি বলেছেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি। বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন গিরিজা দেবী। তাঁর আত্মীয়, বন্ধু এবং অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী।
তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন সঙ্গীত জগতের দিকপালরা। সঙ্গীতশিল্পী শোভা মুদগল এবং গীতিকার জাভেদ আখতার শোক প্রকাশ করেছেন।
ভারতীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি। টুইট শোভা মুদগলের। অন্যদিকে জাভেদ আখতার লিখেছেন, গিরিজা দেবী শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ছিলেন না। তিনি দেশের সম্পদ। তাঁকে হারিয়ে আমরা রিক্ত। একটা যুগের অবসান হল। এমন মানুষ আর জন্মাবেন না। গিরিজা দেবী আপনাকে প্রণাম।
গতকাল রাতে বি এম বিড়লা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আজ সকাল ৮টা নাগাদ হাসপাতাল থেকে মরদেহ পিস হাভেনে নিয়ে যাওয়া হয়। সকাল ১১টা নাগাদ দেহ শায়িত  সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে। গত ৪০ বছর এখানেই শিক্ষকতা করেছেন তিনি।সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর আবার দেহ নিয়ে আসা হবে পিস হাভেনে।


বৃহস্পতিবার সকালের বিমানে বারাণসী নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই শেষকৃত্য।