নয়াদিল্লি: আজ দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে বড় চমক দিতে চলেছে সুরাতের এক বেকারি সংস্থা। নাম অতুল বেকারি। তাঁরা মোদীর জন্য তৈরি করেছে এক পিরামিড কেক। উচ্চতায় নাকি সেটি বিশ্বে সবথেকে উঁচু। এমনই দাবি সংস্থার। এখন দেখার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পায় কি না সেই কেক।
জানা গিয়েছে, শক্তি ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে এই কাজ করেছে ওই বেকারি সংস্থা। গ্রাম এবং শহরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে কাজ করে ওই স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থার তরফে জানানো হয়েছে, নারীর ক্ষমতায়ন নিয়ে মোদীর যে প্রচার, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও প্রভৃতি উদ্যোগের জন্যই মোদীর সম্মানে এই বিশেষ কেক তৈরি করা হয়েছে। তাঁদের তরফে জন্মদিনে মোদীর জন্য এই বিশেষ উপহার। কেকটি উচ্চতায় ৮ ফুট। তা ১২ ফুট অবধিও করা যেতে পারে। ওজন ২.৫ টন। অতুল বেকারির ২০ জন শেফ মিলে তৈরি করেছে চকোবেরি ফ্লেভারের এই কেক।

সূত্রের খবর, এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে উঁচু পিরামিডের খেতাব জিতেছে পোল্যান্ডের এক সংস্থা। ২১ মে ২০১১ সালে। উচ্চতায় সেটি প্রায় ৬ ফুট। ওজন ৭২০.৮ কেজি।
অতুল বেকারির তরফে জানানো হয়েছে, তাঁদের কেকটিই বিশ্বের উচ্চতম পিরামিড কেক হতে চলেছে। গিনেস বুক অফ রেকর্ডে নাম তুলতে ইতিমধ্যেই গিনেস টিমের থেকে প্রাক অনুমোদন ও নির্দেশাবলী জেনে নিয়েছেন তাঁরা।


জানা গিয়েছে, ৫০০০ মেয়ের সামনে আজ ভেসুতে কাটা হবে এই কেক। কাটবেন মানসিক প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মেয়েরা। এছাড়াও সঙ্গীতানুষ্ঠানে একসঙ্গে গিটার বাজাবেন দেশের ১০০০ গিটারিস্ট।