মুম্বই: ভারতের মাটিতে পা রাখলেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম কেট ও তাঁর স্ত্রী কেট মিডলটন। ৭ দিনের ভারতে সফরে এসেছেন তাঁরা। যাবেন ভূটানেও।


দেশে এসেই মুম্বইয়ের তাজহোটেলে পৌঁছন ব্রিটেনের যুবরাজ দম্পতি। ২৬/‌১১ জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। কথা বলেন হোটেলের সেইসব কর্মীদের সঙ্গে, যাঁরা হামলার সময়েও হোটেলে কর্মরত ছিলেন। শ্রদ্ধা জানানোর পরই দুজনেই চলে যান মুম্বইতে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ দেখতে। কিন্তু শুধু ম্যাচ দেখেই সন্তুষ্ট নন রাজ দম্পতি। সোজা মাঠে নেমে পড়েন তাঁরা। ক্রিকেটের ব্যাট হাতে তুলে নেন উইলিয়াম। সঙ্গে যোগ দেন কেটও। বাইশ গজে রাজ-দম্পতির সঙ্গী হন শচীন তেন্ডুলকর, দিলীপ বেঙ্গসরকার। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন কেটও। চড়া গরমেও কোনও ক্লান্তির ছবি ফুটে ওঠেনি তাঁদের মুখে।

আজ সন্ধ্যায় রাজ-দম্পতিকে স্বাগত জানানোর জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র, বানিজ্য ও ক্রীড়া জগতের বিশিষ্ট মানুষেরা। থাকবেন বলিউড তারকা শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, ফারহান আখতার, ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর সহ বহু বিখ্যাত মানুষ জন।

এই সফরে দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা উইলিয়াম ও কেটের। যাবেন ইন্ডিয়া গেট। গাঁধী স্মৃতিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাঁদের। সেখান থেকে তাজমহল দেখতে যাওয়ার কথা রয়েছে যুবরাজ দম্পতির।
১২ তারিখ তাঁদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য ২৪ বছর আগে তাজমহল দেখতে এসেছিলেন উইলিয়ামের মা ডায়না। তাজমহল দর্শন শেষ করে অসমের কাজিরাঙা অভয়ারন্যে যাওয়ার কথা রয়েছে উইলিয়াম, কেটের। ‌