নয়াদিল্লি: কোনও শুভ কাজের আগে মুখমিষ্টি করে নেওয়া, এই প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখেই সোমবার ‘হালুয়া’ অনুষ্ঠান দিয়ে সূচনা হয়ে গেল ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ কর্মসূচির। গোটা মন্ত্রিসভা ও অর্থ দফতরকে হালুয়া খাওয়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরই  ছাপতে দেওয়া হল ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটের নথিপত্র।

প্রসঙ্গত, এবারই প্রথম অর্থ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। ইন্দিরা গাঁধীর পর তিনিই ভারতের দ্বিতীয় মহিলা যিনি অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ১৯৭০ সালের ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট পেশ করেছিলেন ইন্দিরা। তার ঠিক ৪৯ বছরের মাথায় ফের কোনও মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করতে চলেছেন।  আর সেই কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল সোমবার। বড় কড়াইয়ে রান্না করা হল হালুয়া। এবং তা বিতরণ করা হল নির্মলা সীতারমনের হাত দিয়েই। ছিলেন প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সহ অর্থ সচিব সুভাষ চন্দ্র গার্গ, রেভেনিউ সেক্রেটারি অজয় ভূষণ পাণ্ডে, ফিনান্স সার্ভিস সেক্রেটারি রাজীব কুমার সহ দফতরের আরও শীর্ষ আধিকারিকরাও।

প্রসঙ্গত, বাজেট পেশ না হওয়া পর্যন্ত বাজেটের সঙ্গে যুক্ত সমস্ত সহযোগীকেই অর্থ দফতেরই থাকতে হয়। পরিবারের সঙ্গে কোনও যোগাযোগও তাঁরা করতে পারেন না। এমনকি ফোনালাপ অথবা ই-মেল মারফৎ যোগাযোগেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। একমাত্র অর্থ দফতরের শীর্ষ আধিকারিকই বাড়ি যাওয়ার ছাড় পেয়ে থাকেন।